অবহেলা যতই করো বেড়ে যাই প্রেম যে আরো দেখোনা তবু ও ডাকি আমি এক মন ভাঙ্গা পাখি আমি এক মন ভাঙ্গা পাখি তোমার সুখে আমি সুখি থাকো তুমি যত দূরেই আমি তোমার কাছে থাকি ভুলেছো এমন করে দেখেও যায় চোখ সরে তাতে কষ্ট লাগে নিতো বুকে কষ্ট চেপে রাখি।। পাবো না তোমায় জানি তবুও মন মানেনি কোথায় আছো কারই সাথে চেয়ে চেয়ে সেটাই দেখি।।