পড়তে গিয়ে প্রেমে পড়েছি
তোমার নামের নেশায়
রোমান ভাষায় এই কবিতায়
তোমার নাম লেখা
তোমার কবিতা পড়তে গিয়ে
রোমান ভাষা শেখা
তবে একটু একটু
মন করছে প্রেমের পিছা
তোমার নামের এই লেখাটা
দিচ্ছে প্রেমের দিশা
ও প্রাণের রোমান নারী
ও আমার রোমান নারী
তুমিও শেখো বাংলা ভাষা
নইলে কষ্ট পাবো ভারি
ও প্রাণের রোমান নারী
ও আমার রোমান নারী
হয়ে যাও গো তুমি আমার
প্রেমের দিশারী
যদি বলি ঘুম কেড়েছো
তুমি বাংলা বুঝবে না
যদি বলি রোমান ভাষায়
শুনে নাও না
\"Tu mi hai preso il sonno.\"
Ti ho amato.\"
এসে তুমি ভালোবাসবো
\"Ti ho amato.\"
বাংলা তুমিও শিখে নাও
তুমি আমায় ভালোবেসে
দূরের কাছের এক ঘরে করো
আমায় ভালোবেসে
রোমান দেশের নারী তুমি
আমি বাংলাভাষী
এতো জেনে ও মনে প্রাণে
তোমায় ভালোবাসি
হতে পারো আমার
জন্য তুমি ও বাংলাভাষী
তোমার ভাষা শিখতে গিয়ে
শিখেছি প্রেমের তথ্য
তোমার দেশের রীতিনীতি
ভালোবাসা ও অনন্য
তোমরা যাকে প্রেম করো
তাকে কখনো ছাড়ো না
এমন ধারা মনের বিচার
হয়না তুলনা
শিখতে গিয়ে প্রেমে পড়লাম
তাই তুমিও করো না
তোমার প্রেমে আমি ব্যাকুল
হও প্রেমের প্রেরণা
ও আমার রোমান নারী
ও আমার নারী
হয়ে যাও গো তুমি আমার
প্রেমের দিশারী
(End)